সিলেটে যাচ্ছেন আজহারী, ১০ লাখ লোক সমাগমের সম্ভাবনা

প্রকাশ : 2025-01-08 15:51:44১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিলেটে যাচ্ছেন আজহারী, ১০ লাখ লোক সমাগমের সম্ভাবনা

সিলেট মহানগরীতে তাফসীরুল কুরআন মাহফিলে যোগ দিবেন জনপ্রিয় ইসলামি বক্তা ও গবেষক ড. মিজানুর রহমান আজহারী। এই মাহফিলকে ঘিরে ইতিমধ্যে সিলেটজুড়ে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। আঞ্জুমানে খেদমতে কুরআনের উদ্যোগে আয়োজিত আগামী ৯, ১০ ও ১১ জানুয়ারি সিলেট এমসি কলেজ মাঠে ৩ দিনব্যাপী ৩৬তম তাফসীর মাহফিলের শেষদিনে প্রধান মুফাসসির হিসেবে আলোচনা পেশ করবেন গবেষক ড. মিজানুর রহমান আজহারী। মাহফিলে কমপক্ষে ১০ লাখ মানুষের সমাগম হতে পারে বলে ধারণা আয়োজকদের।

ইতিমধ্যে সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ মাঠে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাঠ প্রস্তুতিসহ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য কাজ চলছে। পোস্টারিং, বিলবোর্ড ও মহানগরীর বড় বড় ডিজিটাল স্ক্রিন ও সাইনবোর্ড ছাড়াও অনলাইন, অফলাইনে ব্যাপক প্রচারণা চলছে আজহারীর মাহফিলকে কেন্দ্র করে।

কয়েক লাখ লোক সমাগমের কথা চিন্তা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ও মাহফিলের আয়োজক কমিটি দফায় দফায় বৈঠকে বসেছেন। জনভোগান্তি এড়াতে ও মাফফিলে আগতদের জন্য ব্যবস্থা ও নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন তারা।

মাহফিলের আয়োজক আঞ্জুমানে খেদমতে কুরআনের পৃষ্ঠপোষক শাহজাহান আলী জানান, আঞ্জুমানে খেদমতে কুরআনের মাহফিল হবে এ যাবৎকালের সবচেয়ে বড় মাহফিল। এই মাহফিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদির স্মৃতিবিজড়িত মাহফিল। আমরা ধারণা করছি, কম হলেও এখানে ১০ লাখ লোকের সমাগম হবে।

তিনি আরও বলেন, এই বিপুল পরিমাণ মানুষের নিরাপত্তা ও তাদের সুব্যবস্থার জন্য আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী কাজ করবে। আমরা শুধুমাত্র মাঠের জন্য ২৩০০ এর অধিক স্বেচ্ছাসেবক বাহিনী রেখেছি। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট যারাই আছেন তাদের সহযোগিতা আমরা পাচ্ছি। মাঠের সব প্রস্তুতি ইতিমধ্যে শেষের দিকে আছে। আমরা সিলেটের ধর্মপ্রাণ মানুষকে আবারও এই মাহফিলে আমন্ত্রণ জানাচ্ছি।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ২ অক্টোরব দেশে ফেরেন তিনি। এক সপ্তাহ দেশে থেকে আবারও মালয়েশিয়ান যান। এরপর ২৬ ডিসেম্বর দেশে ফিরে মাহফিলে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পরদিন শুক্রবার (২৭ ডিসেম্বর) কক্সবাজারের পেকুয়ায় বৃহত্তর সাবেক গুলদি তাফসিরুল কোরআন মাহফিলে অংশগ্রহণের মাধ্যমে তাকে আবারও দেশের মাহফিলের মঞ্চে দেখা যায়।

 

সা/ই