সিলেটে মৃদু ভূকম্পন অনুভূত
প্রকাশ : 2023-08-29 15:28:24১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
সিলেট মহানগরীর আশপাশে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর ১টা ১৩ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, এর মাত্রা ছিল ৩ দশমিক ৫ মাত্রা। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয় রাজ্যের জৈন্তাপুরে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া সহকারী ফাহিম হোসাইন জানান, দুপুর ১টা ১৩ মিনিট ৩৮ সেকেন্ডের সময় ৩.৫ মাত্রার ভূমিকম্প বাংলাদেশে সংঘটিত হয়। যা ঢাকা থেকে ১৯৫ কিলোমিটার উত্তর পূর্ব দিকে সিলেট অঞ্চলের ২৪.৯১ ডিগ্রি দ্রাঘিমা ৯১.৮৫ পূর্ব দিকে। এটি একটি মৃদু ভূমিকম্প।
ভূকম্পন অনুভূত হওয়ায় সিলেট নগরীর বিভিন্ন এলাকার উঁচু ভবনে বসবাসরত অনেক মানুষ নিচে নেমে আসেন। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, এর আগে ১৪ আগস্ট সোমবার রাত ৮টা ৪৯ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রে ও সিলেট আবহাওয়া অফিসের তথ্য মতে, সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫ মাত্রা। যার উৎপত্তিস্থল ছিল আসামের মেঘালয়।