সিরাজদিানে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
প্রকাশ : 2024-06-21 21:47:18১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২১ জুন) বিকাল ৫টায় উপজেলা মোড় বাস স্ট্যান্ড আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনের সংসদ সদস্য ও সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মহিউদ্দিন আহম্মেদ।
তিনি বলেন, জাতির পিতার হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ। এ সংগঠনের ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম, অর্জন ও গৌরবের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবে সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ। অন্যান্য বারের চেয়ে এবার প্রতিষ্ঠা বার্ষিকী স্মরণীয় করে রাখতে বর্ণাঢ্য র্যালিসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে। তাই আগামী ২৩ জুন সর্বোচ্চ সংখ্যক দলের নেতাকর্মী উপস্থিত থেকে দিবসটি উদযাপন করার জন্য আহবান জানান তিনি।
এ সময় সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু বককর সিদ্দিকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নবনিবার্চিত সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মোঃ আওলাদ হোসেন মৃধা,উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক শেখ আব্দুল করিম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম- সম্পাদক ইকবাল হোসেন, নবনিবার্চিত সিরাজদিখান উপজেলা ভাইস চেয়ারম্যান মীর মোশারফ হোসেন সুমন, নবনিবার্চিত সিরাজদিখান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন, কেয়াইন ইউনিয়ন সভাপকি মোঃ আশ্রাফ আলী, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ঢালী মোঃ শহিদ, লতব্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফেজ ফজলু, উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সামসুদ্দিন আহম্মেদ খায়ের, সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কাশেম প্রমুখ।