সিরাজদিখান হেলথ কেয়ার হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশ : 2023-02-22 14:47:42১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিরাজদিখান হেলথ কেয়ার হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প

সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক কর্মকান্ডের অংশ নিতে দেখা যায় সিরাজদিখান হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার পরিচালক বৃন্দকে। এরই ধারাবাহিকতায় এবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করলো হাসপাতাল কর্তৃপক্ষ। ২১ ফেব্রুয়ারি মহান আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১০ টায় সিরাজদিখান হেলথ কেয়ার হাসপাতাল প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। চলবে বিকাল ৫টা পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদ জেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ,কামারগাও উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গির আলম,বিশিষ্ট কবি সাহিত্যিক সামসুল হক,হেলথ কেয়ার এন্ড ডায়গনস্টি সেন্টারের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, হেলথ কেয়ার এন্ড ডায়গনস্টি সেন্টারের পরিচালক মোক্তার হোসেনসহ বেশ কয়েকজন চিকিৎসক। ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ,সিরাজদিখান হেলথ কেয়ার এন্ড ডায়গনস্টি সেন্টার ।