সিরাজদিখান থিয়েটারের নতুন কমিটি
প্রকাশ : 2022-04-01 21:14:02১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
নাটক হউক সমাজ পরিবর্তনের অঙ্গিকার এই শ্লোগানে মুন্সিগঞ্জ সিরাজদিখানের নাট্য সংগঠন সিরাজদিখান থিয়েটারের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন মোঃ সামসুল হক ও সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন আবুল কালাম আজাদ। আজ শুক্রবার (০১ এপ্রিল ) বিকাল ৫টায় ইছাপুরার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মুক্তমে এ নতুন এই কমিটি ঘোষণা করেন নাট্য পরিচালক আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন নাট্যকর্মী উপজেলার বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ।
নব গঠিত কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি সাংবাদিক সুব্রত দাস রনক, সহ-সভাপতি শান্তি রঞ্জন দে সানি, সহ-সভাপতি বিপ্লব সরকার , যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুব্রত মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী বাবু, সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারফ হোসেন তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির লিটু,প্রচার সম্পাদক চয়ন বিশ্বাস. দপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন, অর্থ সম্পাদক আব্দুল জলিল শেখ, ম ব্যবস্থাপনা ও নাট্য সম্পাদক জুলহাস শেখ, সহ-ম ব্যবস্থাপনা ও নাট্য সম্পাদক মাহফুজুর রহমান মিলন , সাংস্কৃতিক সম্পাদক প্রীন্স খাড়জা ,সমাজকল্যান সম্পাদক খোকন মন্ডল,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এবায়দুল হক বাদল । অন্যদিকে কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন সুবীর চক্রবর্তী, মোঃ শাহিন ভূইয়া, ডাঃ ফারুক, উদ্ভভ সরকার,মোঃ নাছির উদ্দিন।