সিরাজদিখানে হেলথ কেয়ার হাসপাতালে মেডিসিন এবং নেফ্রোলজি বিভাগের চেম্বার উদ্বোধন
প্রকাশ : 2022-06-04 22:13:38১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে সেবামুলক প্রতিষ্ঠান হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে মেডিসিন এবং নেফ্রোলজি বিভাগের চেম্বার উদ্বোধন করা হয়েছে। আজগর আলী হাসপাতালের ডাক্তার মোঃ হাসানুজ্জামানের চেম্বার উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১১ টায় এই চেম্বারে উদ্বোধন করেন আজগর আলী হাসপাতালের ডাক্তার মোঃ হাসানুজ্জামান। তিনি প্রতি শনিবার, সোমবার ও বুধবার ডা. মো: হাসানুজ্জামান হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে সকাল ১০ টা থেকে দুপর ১ টা পর্যন্ত রোগী দেখবেন।
এসময় হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের সত্ত্বাধিকারী ইকবাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড.আবু সাঈদ, বয়রাগাদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন গাজী, হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোঃ মুক্তার হোসেন, সাইফুল ইসলাম, প্রমুখ। এসময় বক্তারা প্রতিষ্ঠানের সর্বাঙ্গিন মঙ্গল কমনা করে প্রতিষ্ঠানের মালিক পক্ষকে বলেন তারা যেন গরীব ও অসহায় রোগীর ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করেন।