সিরাজদিখানে শেখরনগর কালী মন্দিরে মেলায় ভিড় নেই, বিক্রি কম
প্রকাশ : 2021-03-30 15:47:57১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অনুষ্ঠিত সনাতন (হিন্দু) ধর্মাবলম্বীদের প্রায় ৫’শ বছরের ঐতিহ্যবাহী কালী পূজা অনুষ্ঠিত। করোনার জন্য বিধিনিষেধ থাকার কারনে দোকানপাট সীমিত হওয়ায় ক্রেতা কম। বিক্রিও ভালো হচ্ছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। অল্প দোকান গুলোতেও বিক্রেতাদের চোখে মুখে হতাশা লক্ষ্য করা গেছে। আজ মঙ্গলবার দিবাগত রাত ১২ টা থেকে বুধবার ভোর পর্যন্ত কালী মায়ের উপাসনার মধ্যদিয়ে উপজেলার শেখরনগর ঋষিপাড়া প্রতিষ্ঠিত কালী মন্দিরে এ পূজা অনুষ্ঠিত হয়।
আর এসময় পাপ মোচন ও পুণ্য লাভের আশার হাজার হাজার ভক্তের ভীর জমে মন্দির প্রাঙ্গনে। শ্রী শ্রী কালী মায়ের পূজা প্রতিবছর চৈত্র মাসের শনিবার বা মঙ্গলবার স্বপ্নে আদেশকৃত তিথি অনুযায়ী অনুষ্ঠিত হয়ে থাকে। এ বছর আজ মঙ্গলবার সকাল থেকে পূজা উপলক্ষে ১ দিন ব্যাপী মেলা বসে মন্দিরের চারিপাশে। মেলা চলবে মঙ্গলবার সারা রাত পর্যন্ত পূজা উপলক্ষে মেলাতে তেমন বেশি স্টল দেখা যায়নি। কমসংখ্যক মানুষকে কেনাকাটা করতে দেখা গেছে। তবে আগতদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল দেশীয় পণ্যের । মেলায় আগত-দর্শনার্থীদের বেশিরভাগই ছিল আশপাশের এলাকার বাসিন্দা। ব্যবসায়ীরা বলছেন, সন্ধ্যার পর লোকসমাগম কিছুটা বাড়লেও বিক্রি তেমন হয়নি। যেখানে আসবাবপত্র, পিঠি-নিমকিসহ বিভিন্ন খাবার দোকান ও শিশুদের জন্য বিভিন্ন খেলনার স্টল থাকতো এবার তা দেখা মেলেনি।
পূজা কমিটির সদস্য সুকুমার দাস জানান, প্রতিবছর পূজাকে কেন্দ্র করে পূজার আগের দিন থেকে পরদিন পর্যন্ত এখানে মেলার আয়োজন করা হয়। শেখরনগড় রায়বাহাদুর শ্রীনাথ ইন্সটিটিউট উচ্চ বিদ্যালয়ের ও শেখরনগর গার্লস উচ্চ বিদ্যালয়ের মাঠ জুড়ে চলে মেলার আয়োজন। এবার করোনার কারনে সরকার শুধু পূজা করার অনুমতি দিয়েছেন মেলার অনুমতি দেননি। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, এক দিনের পূজাকে কেন্দ্র করে এ এলাকায় তিনদিন মানুষের ঢল নামে যা সামলাতে আমাদের হিমসিম খেতে হতো। এবার মেলা না হওয়ায় দোকানপাট কম বসেছে লোকজন কম তাই আইন- শৃক্সখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পূজা উপলক্ষে অতিরিক্ত পুলিশ ও গোয়েন্দা সদস্যদের মোতায়েন করা হয়েছে।