সিরাজদিখানে বেগম রোকেয়া দিবসে চার জয়িতাকে সম্মাননা

প্রকাশ : 2025-12-09 17:12:47১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিরাজদিখানে বেগম রোকেয়া দিবসে চার জয়িতাকে সম্মাননা

বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে  চার জয়িতকে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় উপজেলা  পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষ।

অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে অসামান্য অবদান, সংগ্রাম ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ চারটি ক্যাটাগরিতে চারজন নারীকে জয়িতা নির্বাচিত করা হয়। তাঁদের হাতে সম্মাননা তুলে দেন প্রধান অতিথিসহ অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা। সম্মাননা প্রাপ্তরা হলেন- অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী হিসেবে ইছাপুরা ইউনিয়নের সাবিহা সুলতানা, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী হিসেবে ইছাপুরা ইউনিয়নের রেজওয়ানা হাওলাদার ইভা, সফল জননী হিসেবে সিরাজদিখান উপজেলার দানিয়াপাড়া গ্রামের গীতা রানী বণিক ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানকারী হিসেবে দক্ষিন তাজপুর গ্রামের বিথী আক্তার।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা খাতুন। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন, অধিকার প্রতিষ্ঠা ও সমাজে তাদের অবদানকে সম্মান জানাতেই প্রতি বছর এ জয়িতা সম্মাননা প্রদান করা হয়।

সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষ তার বক্তব্যে নারীদের অদম্য স্পৃহা, সংগ্রামী মনোভাব এবং সমাজের উন্নয়নে তাদের ইতিবাচক ভূমিকার কথা তুলে ধরে বলেন, নারী উন্নয়ন ছাড়া কোনো উন্নয়নই পূর্ণতা পায় না। জয়িতারা আমাদের প্রেরণা।

এ সময় সিরাজদিখান উপজেলা প্রকৌশলী মোঃ আসিফ উল্লাহ,সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক,উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র,উপজেলা সমবায় কর্মকর্তা সুমন মধু,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইব্রাহীম ভূইয়া, উম্মে সালমা স্বাধীন,সূচিতা মোদীসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, নারী সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জয়িতাদের সাফল্যের গল্প তুলে ধরা হয় এবং নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।