সিরাজদিখানে বিদেশি মুদ্রাসহ তিনজন গ্রেফতার

প্রকাশ : 2024-05-18 13:56:29১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিরাজদিখানে বিদেশি মুদ্রাসহ তিনজন গ্রেফতার

 বিভিন্ন দেশের মুদ্রাসহ তিন মুদ্রা পাচারাকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গত বৃহস্পতিবার [১৬ মে) দুপুরে তাদেরকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১০ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ একটি দল সিরাজদিখান বাজারে অভিযান চালিয়ে উপজেলার সিরাজদিখান রশুনিয়া গ্রামের গোপাল মন্ডলের ছেলে নেপাল মন্ডল [৩২),উত্তর তাজপুর গ্রামের সন্তোষদের ছেলে সুভাষ দে ও বড় পাউলদিয়া গ্রামের আমির হোসেনর ছেলে মোঃ জুনায়েত হোসেন জনি [৪২) আটক করা হয়। পরে তাদের দোকান ও দেহ তল্লাশি করেন বিপুল পরিমাণ মুদ্রা উদ্ধার করা হয়। এ ঘটনায়  শুক্রবার দুপুরে র‌্যাব-১০ তাদেরকে সিরাজদিখান থানায় হস্তান্তর করলে পরে সিরাজদিখান থানায় একটি মামলা হয়েছে।