সিরাজদিখানে বিজয় দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

প্রকাশ : 2024-12-18 17:01:13১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিরাজদিখানে বিজয় দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

মহান বিজয় দিবস উপলক্ষে মুন্সীগঞ্জ সিরাজদিখানে বর্ণাঢ্য বিজয় র‍্যালি করেছেন সিরাজদিখান উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। আজ বুধবার (১৮ ডিসেম্বর) বেরা সারে ১১ টায় সংগঠনের যৌথ উদ্যোগে এ বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। বিজয় র‍্যালিতে নেতৃত্ব দেন সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ।

বিজয় র‍্যালিটি সিরাজদিখান  উচ্চ বিদ্যালয়  মাঠ এলাকা থেকে শুরু হয়। এরপর উপজেলার  প্রধান  প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ,সাধারণ সম্পাদক এম হায়দার আলী ও উপজেলা যুবদলের  সভাপতি ইয়াছিন সুমন,সদস্য সচিব শাহাদাৎ শিকদার। সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ বলেন,দীর্ঘ ১৭ বছর পর স্বৈরাচারের পতনের পর ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে আমরা এবার বিজয় দিবস উদযাপন করছি। তবে ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও তাদের দোসরদের নানা ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। এ ব্যাপারে আমাদের সবাইকে সজাগ-সতর্ক থাকতে হবে।

বিজয় র‍্যালিতে সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি সহ-সভাপতি মোতাহার হোসেন, সিরাজদিখান উপজেলা বিএনপির ১ম যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান হাওলাদার, সিরাজদিখান উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম অহিদ, সিরাজদিখান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী নূর হোসেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজীঅঅমিন উদ্দিন চৌধুরী মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিদ্দি মোল্লা, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক মোঃ আবু তাহের হোসেন জীবন, সিরাজদিখান উপজেলা ছাত্রদল সভাপতি সাপকাত হোসেন রকি, অনন্যা রহমান অর্পাসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।