সিরাজদিখানে বিএনপির পদযাত্রায় পুলিশের বাধা
প্রকাশ : 2023-02-12 13:22:47১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
সরকার হটানোর আন্দোলনে তৃণমূলের মানুষকে সম্পৃক্ত করে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নে ‘পদযাত্রা’ করার চেষ্টা করেন উপজেলার রাজানগর ইউনিয়ন বিএনপি। আজ শনিবার সকাল সারে ১০ টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের সৈয়দপুর এলাকা থেকে জেলা বিএনপির আহবায়ক সদস্য মাসরুফ হোসেন নেতৃত্বে পদযাত্রা শুরু করতে গেলে পুলিশ বাধার মুখে পন্ড হয়ে যায়। এ সময়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক সদস্য জসিমউদ্দিন খান খোকন, উপজেলা বিএনপির আহবায়ক সদস্য খাইরুল আলম স্বপন, ইউনিয়ন বি এন পির সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক রিগ্যান, উপজেলা জাসাস সভাপতি সাইফুল ইসলাম সানু, ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ।