সিরাজদিখানে প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রকাশ : 2024-02-07 15:46:44১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিরাজদিখানে প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

সিরাজদিখান উত্তর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (০৭ ফেব্রুয়ারি) সকালে প্রধান অতিথি হিসেবে এর উদ্ধোধন করেন, মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক শেখ আব্দুল করিম। উপজেলা সহকারী শিক্ষা অফিসার ফয়সাল আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ও প্রধান শিক্ষক মো. শাহীনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আনোয়ার হোসেন, ইউপি সদস্য শামীম শেখ,শামীম হাওলাদার,,মাহমুদ শেখ.মাসুদ, আলী হোসেন মৃধা, শুক্কুর আলী মোল্লা, ফজল মোল্লা প্রমুখ। 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ২০০৬ সালে উত্তর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে। ধারাবাহিকভাবে প্রতি বছর যথাসময়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। সকলের সহযোগিতায় বিদ্যালয়টি অল্প সময়ের মধ্যে অনেক সুনাম অর্জন করেছে। লেখাপড়ার সাথে ক্রীড়াঙ্গনে বিদ্যালয়টি শক্ত অবস্থানে রয়েছে। এতে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

সান