সিরাজদিখানে প্রশাসনের কঠোর অবস্থানে পিছু হটলো হেফাজত

প্রকাশ : 2021-04-08 19:19:02১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিরাজদিখানে প্রশাসনের কঠোর অবস্থানে পিছু হটলো হেফাজত

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় হেফাজতে ইসলাম নতুন করে সমাবেশের ডাক দেওয়ায় জনমনে আতঙ্ক  সৃস্টি হয়েছিল। তবে পুলিশ ও   প্রশাসনের কঠোর অবস্থানের কারণে শেষ পর্যন্ত পিছু হটেছে হেফাজত। গত বুধবার (৭ এপ্রিল) সন্ধ্যায় সমাবেশ না করার ঘোষণা দিয়েছে তারা। গত সপ্তাহে হেফাজতে ইসলামের ডাকা হরতালের সময় সিরাজদিখানে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের জের ধরে এ সমাবেশের ডাক দেয় সংগঠনটি।  

এদিকে,  গতকাল বৃহস্পতিবার হেফাজতের সমাবেশকে ঘিরে আইনশৃক্সখলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়ে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। বুধবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে  বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাত ১০টা পর্যন্ত  উপজেলার কুচিয়ামোড়া  কলেজ মাঠ এবং নিমতলা বাসস্ট্যান্ডসহ চারটি স্থানে ১৪৪ ধারা জারি করা হয়। এরপরই সমাবেশ না করার সিদ্ধান্ত নেয় হেফাজত। মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার ও পুলিশ সুপার আব্দুল মোমেন সতর্ক করে দিয়ে বলেছেন, কোনোভাবেই হেফাজতে ইসলামকে ছাড় দেওয়া হবে না। 

এদিকে, যে কোনো ধরনের সংঘাতের আশঙ্কায় বিজিবিসহ আইনশৃক্সখলা বাহিনীর ৫ শতাধিক সদস্য মোতায়েন রাখা হয়েছে। স্থানীয় আওয়ামীলগি লীগের নেতাকর্মীদেরও মাঠে দেখা গেছে।