সিরাজদিখানে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা
প্রকাশ : 2021-12-12 21:45:03১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও নির্বাচন অধিদপ্তরের আয়োজনে রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অব.)।
সভায় প্রধান অতিথি প্রার্থীদের আচরণবিধির বিষয়ে অবগত করেন। কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়। সুন্দর এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হবে এই আশ্বস্ত করেন।
মুন্সিগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলামের স ালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্গিঞ্জ জেলার পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম, জেলার স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ এনামুল আহসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুবীর কুমার দাশ,সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) রাসেদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মো. বশির আহমেদ, সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহিনা ইসলাম চৌধুরী, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক,রির্টানিং কর্মকর্তা মো.বেলায়েত হোসেন,শোয়াইব বিন আজাদ,মো.আক্তার হোসেন,মো.খোকন মিয়াসহ উপজেলার ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৬জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী । উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপজেলার ১৪ টি ইউপিতে চেয়ারম্যন ৬৬,সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য ৫৫৫।