সিরাজদিখানে নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা
প্রকাশ : 2021-08-24 19:51:08১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জ সিরাজদিখানে মুন্সীগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল মতবিনিময় সভা করেছেন। উপজেলার মুক্তিযোদ্ধা, জন প্রতিনিধি, সরকারি দপ্তরের প্রধানগণ, শিক্ষক, সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময় সভা করেন তিনি। মঙ্গলবার (২৪ আগষ্ট ) বিকাল ৪টার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মহিউদ্দিন আহম্মেদ, ভাইস-চেয়ারম্যান মঈনূল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার তুহিন,সিরাজদিখান সহকারী কমিশনার (ভূমি) সজীব দাস, সিরাজদিখান থানা(ওসি) মো. বোরহান উদ্দিন, সিরাজদিখান উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল মতিন হাওলাদার,বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের মাঝি, এস এম সোহরাব হোসেন,সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সবাপতি সুব্রত দাস রনক,ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিন, আবু বকর সিদ্দিক, ডাঃ আঞ্জুম আরা , মোঃ বেলায়েত হোসেন,ইকবাল হোসেন,শেখ আব্দুল করিম প্রমুখ।
দুর্নীতি দূর করে প্রধানমন্ত্রীর উন্নয়নের সহযাত্রী হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে কাজ করার জন্য আহ্বন জানিয়েছেন তিনি।