সিরাজদিখানে দুই বাড়িতে ডাকাতি

প্রকাশ : 2022-04-02 19:07:31১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিরাজদিখানে দুই বাড়িতে ডাকাতি

মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলার পূর্ব মরিচা গ্রামে একই রাতে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। ডাকাতদের হামলায় আহত হয়েছে সাবেক ইউপি  সদস্যের ভাইসহ চারজন।  চিত্রকোট পূর্ব মরিচা গ্রামের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ আজিমের বড় ভাইয়ের স্ত্রী সাহানাজ বেগম (৪১) জানান, শক্রবার দিবাগত রাত ১টার দিকে তাদের বাড়িতে ১০/১২ জনের একদল ডাকাত তার বাড়িতে প্রবেশ করে  বাড়ির সকলকে জিম্মি করে ডাকাতি শুরু করে। এ সময় তাকে লোহার রড ও চাপাতি দিয়ে মাথায় আঘাত করে। বাড়ির মালিক তার স্বামী নাজিমউদ্দিন ঘুম থেকে জেগে উঠামাত্র এসময়ে ডাকাতরা  তাকে পিস্তল ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দেয় পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে তাদের আঘাত করে মারধর করে ডাকাতরা। 

আরোও জানান এ সময় ডাকাতরা কাপড়ের টুকরা দিয়ে বেঁধে ফেলে তাদের।  ডাকাতদল তাদের বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ জিনিসপত্র নিয়ে যায়। আহতদের উদ্ধার করে মরিচা নিরাময় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অপরদিকে রাত ২টার দিকে চিত্রকোট ইউনিয়নের মরিচা গ্রামে কামাল হোসেন নামের এক বাহরাইনপ্রবাসীর বাড়িতে একদল ডাকাত ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে রশি দিয়ে বেঁধে ফেলে। পরে ডাকাতদের মার সহ্য করতে না পেরে বাড়িতে থাকা স্বর্ন রুপা ও নগদ ১লাখ ১০ হাজার টা পৌনে ৪ ভরি সোনার গয়না বের করে দেন কামাল হোসেনর স্ত্রী শান্তা ইসলাম। এ সময় বাড়ির লক্ষাধিক নগদ টাকা ও ৫০  হাজার টাকার মোবাইলসহ মালামাল লুট করে। 

সিরাজদিখান শেখরনগর  পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ নাছির উদ্দিন শেখ  জানান, তারা খবর পেয়ে বাড়ি দুটিতে গিয়ে সকলের সাথে কথা বলেছেন। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ডাকাতদের আটকের জন্য অভিযান শুরু  হয়েছে। সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, নাজিমউদ্দিন ও মোঃ নূরুল হকের বাড়িতে ডাকাতির ঘটনা হলেও তেমন কিছু নিতে পারেনি তবে পরিবারের তিনজনকে আহত তবে এ ঘটনায় তাদেরকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।