সিরাজদিখানে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা
প্রকাশ : 2025-11-18 11:31:28১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার( ১৭ নভেম্বর) বিকাল ৪টায় মধ্যপাড়া ইউনিয়নের মধ্যপাড়া বাজার,স্কুল মার্কেট,মসজিদ মার্কেটসহ বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
মধ্যপাড়া কৃষকদল আয়োজিত মতবিনিময় সভায় মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো ঃ আব্দুল্লাহ বলেন, আজ আমরা এখানে সমবেত হয়েছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা জাতীয় পুনর্গঠন কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে। এই ৩১ দফা শুধু একটি রাজনৈতিক অঙ্গীকার নয় এটি বাংলাদেশের ভবিষ্যৎকে বদলে দেওয়ার রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়নের মধ্য দিয়েই আমরা গড়ে তুলতে পারবো একটি গণতান্ত্রিক, সুশাসিত, উন্নত ও কৃষকবান্ধব বাংলাদেশ।
বাংলাদেশের মেরুদন্ড হলো কৃষক। কিন্তু দুঃখজনকভাবে সবচেয়ে বেশি অবহেলিতও এই কৃষকরাই। তারেক রহমানের ৩১ দফায় কৃষকের ন্যায্য অধিকার, উৎপাদনমূল্য বৃদ্ধি, সারের সঠিক মূল্য, সেচের স্বল্প ব্যয়, কৃষিজ উপকরণে ভর্তুকি এবং কৃষককে প্রযুক্তি-নির্ভর করতে যে পরিকল্পনা দেওয়া হয়েছে—তা বাস্তবায়িত হলে কৃষক হবে আত্মনির্ভর, গ্রাম হবে সমৃদ্ধ। জানুক, বিএনপি ক্ষমতায় গেলে কীভাবে দেশকে নতুন পথে এগিয়ে নিতে চায়, কীভাবে কৃষকের জীবনযাত্রার মান উন্নত করতে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ৩১ দফা ঘোষণা একটি যুগান্তকারী পদক্ষেপ। এই দফাগুলো বাস্তবায়িত হলে দেশে আইনের শাসন, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং কৃষকের অধিকার আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।
নেতৃবৃন্দ আরও বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরনের মাধ্যমে মাঠ পর্যায়ে গণসংযোগ বাড়ানো হয়েছে। জনগণই আগামীর পরিবর্তনের শক্তি, তাই ঘরে ঘরে পৌঁছে বিএনপির ঘোষিত দফাগুলো তুলে ধরাই এখন প্রধান লক্ষ্য।
মধ্যপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি দোলোয়ার হোসেনর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদ মেঅৎ আল আমেিনর সঞ্চালনা প্রধান অতিথি হিসেরে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো ঃ আব্দুল্লাহ। বিশেষ অথিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সিরাজদিকান উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান হাওলাদার,মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিক মোল্লা, সিরাজদিখান উপজেলা কৃষকদল সভাপতি হাফেজ মোঃ আলমগীর,সাধারণ সম্পাদ মোঃ মেঅশারফ হোসেন,মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদআজীম আল রাজী,সাধারণ সম্পাদক আব্দুর রহিম শেখসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণ কর্মসূচি শেষে এলাকাবাসীর সঙ্গে বিভিন্ন সমস সভাপতিত্বে ্যা ও প্রত্যাশা নিয়ে মতবিনিময় করেন নেতারা।