সিরাজদিখানে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন
প্রকাশ : 2022-03-21 09:46:45১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সিগঞ্জ সিরাজদিখানে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। রোববার শনিবার (২০ মার্চ) সকাল সাড়ে ১০ টায় ইছাপুরা মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ায়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন।
এসময় শিশুদের কৃমিনাশক খাওয়ায়ে উদ্বোধন কার্যক্রমে অংশগ্রহণ করেন সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আঞ্জুমান আরা, বিক্রমপুর সরকারী কে.বি.ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ সামসুল হক, ইছাপুরা মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিন, সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য পরিদর্ষক ইনপেক্টর ইনচার্জ দিনেশ চন্দ্র মন্ডল,সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক,ইছাপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সুমন মিয়া,সাংবাদিক আব্দুল রশিদ রতণসহ অন্যান্য কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার আঞ্জুমান আরা জানান, অত্র উপজেলায় এক সপ্তাহে ৫ থেকে ১৬ বছর বয়সের ৬৯ হাজার ৮ শত জন শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। পাশাপাশি তিনি শিশুদের অভিভাবক ও পরিবারের অন্যান্য সদস্যদের নিজ দায়িত্বে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ার পরামর্শ প্রদান করেন।