সিরাজদিখানে জমি নিয়ে বিরোধের জেরে হামলা-ভাঙচুরের অভিযোগ
প্রকাশ : 2024-12-13 10:29:46১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলায় এ্যাডভোকেট সোহেল রানার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার পূর্ব রশুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জমি নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
হামলার শিকার ভুক্তভোগী ও প্রত্য¶দর্শীরা সাংবাদিকদেরকে জানান, সিরাজদিখান পূর্ব রশুনিয়া গ্রামের এডভোকেট সোহেল রানা ও একই এলাকার নুরুজ্জামন,দুলাল বেপারী,বিল্লাল বেপারী,জাহাঙ্গির, সাইফুল ইসলাম, জুম্মান,রুবেলদের সঙ্গে জমির ভোগ-দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে সকালে একদল অস্ত্রধারী অতর্কিত এডভোকেট সোহেল রানার বাড়িতে হামলা করে ও ঘরের দেয়াল জানালা বসত ঘরেও হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় এডভোকেট সোহেল রানা ও তার পরিবারের লোকজন জীবন র¶ার্থে বসত ঘরের দরজা-জানালা বন্ধ করে ভেতরে অবস্থান নেন। পরে পুলিশ এসে পরিস্থতি স্বাভাবিক করে।
ভুক্তভোগী এ্যাডভোকেট সোহেল রানা ও তার স্ত্রী আইরিন আক্তার বলেন, জমি নিয়ে বিরোধের অভিযোগ করতে সিরাজদিখান থানায় গেলে এর জেরে আমাদের বাড়িতে হামলা-ভাঙচুর করেছে । বুধবার সন্ধায় ভাড়াটিয়া একদল সন্ত্রাসী এসে আমাদের বসত বাড়িতে এসে হামলা চালিয়ে ভাঙচুর করেন। ঘটনার সঙ্গে সঙ্গেই আমি থানার ওসিকে মুঠোফোনে জানাই এবং ট্রিপল নাইনে ফোন করি। এঘটনায় পূর্বে মুন্সগিঞ্জ জেলা জজ ২ আদালতে একটি ফৌজদারি মামলা ও একটি দেওয়ানী মামলাও চলমান আছে।
অপরদিকে অভিযুক্ত নুরুজ্জামানকে হামলার বিষয়ে জানতে চাইলে তিনি কোন কথা বলতে চান নি। এদিকে এ্যাভোকে সোহেল রানা ও তার স্ত্রী আইরিন আক্তার ভোগদখলীয় জায়গা জোরপূর্বক দখল করার আশঙ্কায় বাদী হয়ে সিরাজদিখান থানায় একটি অভিযোগ করেন।
এ বিষয়ে সিরাজদিখান থানার অভিসার্স ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনার স্থান পরিদর্শন করেছে পুলিশ। তদন্ত করে বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গ্রামনগরবার্তা/কা/আ