সিরাজদিখানে কোভিড-১৯ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ : 2023-11-13 17:21:30১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিরাজদিখানে কোভিড-১৯ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জ সিরাজদিখানে কোভিড-১৯ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন কার্যক্রমের আওতায় মুন্সিগঞ্জ সিভিল সার্জন অফিস বাস্তবায়নে এবং উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেক্সর সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আজ সোমবার (১৩ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্বব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা।

মেডিকেল টেকনোলজিস্ট আলমগীর গাজীর সঞ্চালনায় কোভিড-১৯ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল বিষয়ের উপর আলোচনা করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. এ কে এম তাইফুল হক।  সেমিনারে উপস্থিত ছিলে সিরাজদিখান উপজেলা  প্রেসক্লাবের সভাপতি সুব্রত দাস রনক, ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন মিয়া, স্বাস্থ্য পরিদর্শক এন ইসলাম,স্বাস্থ্য সহকারী জহিরুল ইসলাম, স্বাস্থ্য সহকারী গীতা রানী দেবনাথ,,স্বাস্থ্য সহকারী মোঃ মাহবুব, ইউপি সদস্য মিনারা বেগম,ইউপ সদস্য রফিকুল ইসলাম প্রমুখ।

সেমিনারে জনপ্রতিনিধি সাংবাদিক, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, এনজিও কর্মী সমাজকর্মীসহ ৩৫ অংগ্রহণকারী ছিলেন।