সিরাজদিখানে আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রকাশ : 2024-03-08 18:56:18১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিরাজদিখানে আন্তর্জাতিক নারী দিবস পালিত

“নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনেয়োগ”এই প্রতিপাদ্য নিয়ে সিরাজদিখান উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর,সাথী সমাজকল্যান সংস্থা ও বিভিন্ন বেসরকারি সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ পালিত হয়েছে।

কর্মসূচিগুলোতে নারী-পুরুষের বৈষম্য রোধ, নারী অধিকার প্রতিষ্ঠা, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নের পাশাপাশি সকল ক্ষেত্রে নারীর অভিগ্যতা, ন্যায্যতা, সম্পদের মালিকানা, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণসহ বিভিন্ন দাবি জানানো হয় ।

দিনের শুরুতেই নারীর প্রতি সব ধরনের বৈষম্য, অবজ্ঞা, নির্যাতন ও দুর্নীতি নির্মূলের লক্ষ্যে আজ শুক্রবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আঞ্জুমান আরা,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবু সাইদ শুভ্র,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কামরুণ নেসা,সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক,সাংবাদিক লতা মন্ডল.ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা.গুল রাওসান ফিরদৌস।

আলোচনা সভায় বক্তাগণ বলেন, নারীরা ক্ষমতায়িত হচ্ছে, তবে বিভিন্ন ক্ষেত্রে নির্যাতনের শিকারও হচ্ছে। বর্তমান সরকার নারী বান্ধব সরকার। নারীর ক্ষমতায়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। নারীরা দেশের উন্নয়নে যথেষ্ট অবদান রাখছে। তাদের অবদান পুরুষের চেয়ে কোন অংশে কম নয়। তারা স্ব-স্ব অবস্থান থেকে সমঅধিকার ও সমমর্যাদা নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে সকলকে নারীর উন্নয়নে সম্মলিত ভাবে কাজ করার আহ্বান জানান। র‌্যালি, ও আলোচনা সভায় বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।