সিরাজদিখানে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রকাশ : 2022-06-23 14:25:20১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সিগঞ্জ সিরাজদিখানে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ১০টায় সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতৃবৃন্দ । এরপর সকাল সারে ১০টায় উপজেলা সন্তোষপাড়া মোড় হতে একটি র্যালী বের হয়ে উপজেলা মোড়ে শেষ হয়। পরে উপজেলা মোড় আওয়ামীলগ কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী মহিউদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু বকর সিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন হাওলাদার, ইকবাল হোসেন চোকদার, ঢালী মোঃ শহিদ, সুবীর চক্রবর্তী, এইচ এম সাইফুল ইসলাম ফিরোজ, শেখ মনির হোসেন মিলন, কমল কৃষ্ণ পাল, আলম খান, জয়ন্ত ঘোষসহ নেতৃবৃন্দ। এ উপলক্ষ্যে দিনব্যাপী বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ স¤প্রচার করা হয়। বিকেলে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও মিষ্টি বিতরণ করা হবে।