সিরাজদিখানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার
প্রকাশ : 2024-06-27 17:09:54১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জ সিরাজদিখানে ডাকাতির চেষ্টাকালে তপু শেখ (৩০) ও শামছুজ্জামান সনেট (৩৮)নামে দুই ডাকাতকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে সিরাজদিখান পুলিশ। বুধবার ভোর রাত সারে ৪টার দিকে সিরাজদিখান উপজেলা মালখানগর ইউনিয়নের কাজীরবাগ এলাকার স্তনখোলা ব্রীজের উপর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তপু শেখ (৩০) গুহপাড়া গ্রামের মুন্সীগঞ্জ সদর উপজেলার সুরুজ শেখের ছেলে এবং শামছুজ্জামান সনেট (৩৮) সিপাহীপাড়া এলাকার মুন্সীগঞ্জ সদর উপজেলার মৃত আলহাজ্সা নাউল্লাহর ছেলে।
সিরাজদিখান থানার ওসি মো. মুজাহিদুল ইসরাম সুমন জানান, ডাকাতির চেষ্টাকালে একটি ছোট রিভলবার গান ও ১ রাউন্ড গুলি দুইটা খোসা,৬৫ হাজার টাকা এবং শামছুজ্জামান সনেচের কাছ থেকে লুন্ঠিত ৩৫ হাজার টাকাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় ডাকাত দলের অপর সদস্যরা পালিয়ে যায়। গ্রেফতারকৃত ওই ডাকাদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।
সান