সিরাজদিখানে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
প্রকাশ : 2024-03-23 17:17:04১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জ সিরাজদিখানে সাদিয়া ট্রেডার্স ও বিক্রমপুর ডিজাইনার এন্ড বির্ল্ডাসের উদ্যোগে ২’শ অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (২৩ মার্চ) দুপুরে সিরাজদিখান মালখানগর ফেগুনাসার বেপারী বাড়ি প্রাঙ্গনে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
বিক্রমপুর ডিজাইনার এন্ড বির্ল্ডাসের প্রধান নির্বাহী ইঞ্জিনিয়ার মোঃ শাহীন হোসেনর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ করেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আনিসুর রহমান রিযাদ।
এসময় উপস্থিত ছিলেন বিশিস্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ ফারুক হোসেন, সিরাজদিখান হেলথকেয়ার হাসপাতাল এন্ড ডায়গনস্টি সেন্টার চেযারম্যান ইকবাল হোসেন,ইউপি সদস্য স্বপন খান, ইউপি সদস্য নুরুজ্জামান, মোঃ আমীর হোসেন প্রমুখ। ইফতার সামগ্রীর মধ্যে ছিল এক কেজি করে ছোলা, পেঁয়াজ, চিনি, তেল, সেমাই, বুট,মুড়ি,মুসুর ডাল ও চাল।
বিক্রমপুর ডিজাইনার এন্ড বির্ল্ডাসের প্রধান নির্বাহী ইঞ্জিনিয়ার মোঃ শাহীন হোসেন বলেন, প্রতি বছর পবিত্র রমজান উপলক্ষ্যে গ্রামের অসহায় দরিদ্র মানুষকে পারিবারিক ভাবে ইফতার সামগ্রী দিয়ে সহযোগীতা করা হয়। এরই ধারাবাহিকতায় এবারো এফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। সারাদিন রোজা রেখে গ্রামের দরিদ্র পরিবারগুলো যাতে শান্তিতে ইফতার করতে পারে সে জন্য আমাদেরে পরিবারের পক্ষথেকে এমন উদ্যোগ নেওয়া হয়।