সিরাজগঞ্জে পথরোধ করে সবজিবাহী ট্রাকে আগুন
প্রকাশ : 2023-11-29 11:40:57১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অষ্টম দফা অবরোধের প্রথম দিনে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নে একটি সবজিবোঝাই মিনি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার ভোর রাত ৪টার দিকে হাটিকুমরুল ইউনিয়নের নলকা ওভারব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
এ প্রসঙ্গে ট্রাক ড্রাইভার আমিরুল ইসলাম জানান, বেগুনবোঝাই ট্রাক নিয়ে কুড়িগ্রামের ভুড়ুঙ্গমাড়ি এলাকা থেকে ঢাকার পথে যাচ্ছিলেন তিনি। ট্রাক নিয়ে নলকা ওভারব্রিজ এলাকার আজিজ পেট্রল পাম্পের সামনে চার জন দুর্বৃত্ত পথরোধ করে আগুন দিয়ে পালিয়ে যায়।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এম এ আব্দুল ওয়াদুদ বলেন, ট্রাকে আগুন দেখে ফায়ার সার্ভিস ও পুলিশকে জানানো হলে তারা এসে আগুন নেভায়। ট্রাকে থাকা কিছু মালামাল পুড়ে যায়। এতে ট্রাকের ড্রাইভার ও হেলপারের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরে ট্রাকটি হাটিকুমরুল হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়।
গেল ২৮ অক্টোবর থেকে ২৭ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত অবরোধ সমর্থনে মোট ২১৮টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।
গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশে সহিংসতার পরদিন থেকে ধারাবাহিকভাবে হরতাল ও অবরোধ কর্মসূচি পালন করছে দলটি। সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতেই তাদের এ কর্মসূচি।
কা/আ