সিকিমে পাহাড়ধস, ভেঙে পড়লো তিস্তা বাঁধের একাংশ

প্রকাশ : 2024-08-21 13:18:36১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিকিমে পাহাড়ধস, ভেঙে পড়লো তিস্তা বাঁধের একাংশ

সিকিমে পাহাড় ধসে ভেঙে পড়েছে তিস্তা নদীর ওপর নির্মিত ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের [এনএইচপিসি] একটি বাঁধ। মঙ্গলবার (২০ আগস্ট) সকালে বালুতরে এনএইচপিসির তিস্তা স্টেজ–৫ বাঁধে এই ঘটনা ঘটে। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওতে দেখা যায়, পাহাড়ের বিশাল অংশ ধসে পড়ছে জলবিদ্যুৎ কেন্দ্রের ওপর। তাতে মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে বাঁধের বড় অংশ।

তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গত কয়েকদিনে একাধিকবার ছোটখাটো ভূমিধসের কারণে আগেই বিদ্যুৎকেন্দ্রটি থেকে লোকজন সরিয়ে নেওয়া হয়েছিল বলে জানা গেছে।

৫১০ মেগাওয়াটের জলবিদ্যুৎকেন্দ্রটি ২০০৮ সালে চালু হয়েছিল। এর একটি ভূগর্ভস্থ পাওয়ারহাউজ রয়েছে। আর মাটির ওপর রয়েছে মূল সঞ্চালন লাইন। ভূমিধসে স্থাপনার ওপরের অংশটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

 

সান