সিএনজি উল্টে প্রাণ হারালেন ২ পুলিশ সদস্য, আহত ৩  

প্রকাশ : 2023-11-17 10:28:47১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিএনজি উল্টে প্রাণ হারালেন ২ পুলিশ সদস্য, আহত ৩    

ফরিদপুরের ভাঙ্গায় সিএনজি উল্টে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া চালকসহ আরও তিনজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৫টায় ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, ভাঙ্গা হাইওয়ে থানার নায়েক নাজমুল হোসেন (নায়েক/৮২) ও কনস্টেবল নাসির উদ্দিন(কং/২২১) । আহতরা হলেন, কনস্টেবল জাকির হোসেন(কং/১১৯), ইব্রাহীম সরদার(কং/১২১) ও মিথোয়াইচিং মারমা(কং/৫৩৪)। আহত অটোরিকশার চালকের নাম জানা যায়নি। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ, স্থানীয় থানা ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে উদ্ধারকাজ চালায়। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ  হাসপাতালে পাঠানো হয়েছে। 
 
পুলিশ ও ফায়ার সর্ভিস সূত্রে জানা যায়, ফরিদপুরে বার্ষিক ফায়ারিং অনুশীলনে অংশ নেওয়ার জন্য ভোরে ভাঙ্গা হতে ফরিদপুরে সিএনজিতে করে যাচ্ছিলেন পাঁচজন পুলিশ সদস্য। পুখুরিয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। গুরুতর আহত হন চালকসহ আরও তিন পুলিশ সদস্য। 

প্রতক্ষ্যদর্শী কয়েকজন জানান, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল ছিল। হঠৎ বিকট শব্দে পুখুরিয়া বাসস্ট্যান্ডে দ্রুতগতির একটি সিএনজি উল্টে যায়। এ সময় কয়েকজন পুলিশ সদস্য ভেতরে আটকে পড়ে। এছাড়া সড়কে ছিটকে পড়েন একজন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। স্থানীয়রা জানান, হঠৎ বৃষ্টিতে ধুলো ও কাদায় সড়ক পিচ্ছিল হয়ে গেছে। 
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি খাইরুল আনাম সমকালকে জানান, ঘটনাস্থলেই দুইজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহতদের অবস্থাও গুরুতর।