সাহিত্য ও সংস্কৃতি প্রতিষ্ঠান গুলো-কে ফ্যাসিবাদের দোসর মুক্ত করতে হবে : কাজী ছাব্বীর

প্রকাশ : 2026-01-25 16:48:21১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সাহিত্য ও সংস্কৃতি প্রতিষ্ঠান গুলো-কে ফ্যাসিবাদের দোসর মুক্ত করতে হবে : কাজী ছাব্বীর

ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ - এনসিবি'র চেয়ারম্যান কবি কাজী ছাব্বীর অভিযোগ করে বলেন যে বিগত ১৫ বছর যে-সকল কবি সাহিত্যিক লেখকগণ পতিত ফ্যাসিবাদের ঘনিষ্ঠ ছিল। আওয়ামী তোষণে  সংস্কৃতিকে জাগ্রত রেখেছিলো। এমনকি জুলাই অভ্যুত্থানের পক্ষে ৫ আগষ্ট পর্যন্ত  একটি প্রতিবাদী কবিতা / কলাম বা নুন্যতম একটা  বিবৃতি দিয়ে যাদের কলমের এক ফোটা কালিও খরচ করেনি। শেখ হাসিনাকে খুশী রেখে স্বীয় স্বার্থ হাসিলের উদ্দেশ্যে  বিভিন্ন অযুহাতে অনুষ্ঠানের নামে  দিন ব্যাপী  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে পরে থাকতো এবং আওয়ামী বন্দনা/ আরাধনা /পূজা ও  প্রণামে  ব্যস্ত ছিলো। কেউ কেউ পতিত ফ্যাসিবাদের ক্ষমতার অংশিদারিত্বও ছিলো।

 যারা বিগত ১৫ বছরে ফ্যাসিবাদ কর্তৃক  বিরোধী মতের মানুষদের  উপরে  দমন-পীরন, নির্যাতন, খুন গুম ও হত্যার দায় এড়াতে পারে না। রাতারাতি সে-সকল কবি সাহিত্যিক লেখকগণই   রূপ চেইঞ্জ করে বিভিন্ন ভাবে  আজ কট্টর বাংলাদেশী  জাতীয়তাবাদী সেজে বিভিন্ন ভাবে  সাহিত্য অঙ্গনে বিভিন্ন পোস্ট পজিশন দখলে নিয়েছে। এদের পূর্ব  পরিচয় কবি সাহিত্যিকগণ  সকলেই জানে। এদের কাছে সাহিত্য ও সংস্কৃতি অঙ্গণ নিরাপদ নয়।

তাই কবি সাহিত্যিকদেরকে ঐক্যবদ্ধ হয়ে পতিত  ফ্যাসিবাদের দোসর,  নব্য জাতীয়তাবাদীদের হাত থেকে সাহিত্য ও সংস্কৃতি প্রতিষ্ঠান গুলোকে  উদ্ধার করতে হবে।  নইলে জুলাই অভ্যুত্থান  ব্যর্থ হবে বলে অভিযোগ  করেন - কবি  কাজী ছাব্বীর।

 গতকাল কবি লিটন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত নতুন আলো সাহিত্য পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে আলোচক হিসেবে  এসব কথা বলেন তিনি।