সাহিত্যিক বুদ্ধদেব গুহ করোনায় আক্রান্ত, হাসপাতালে ভর্তি

প্রকাশ : 2021-04-25 09:06:07১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সাহিত্যিক বুদ্ধদেব গুহ করোনায় আক্রান্ত, হাসপাতালে ভর্তি

বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল বুদ্ধদেব গুহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। 

সামান্য জ্বর থাকলেও বুদ্ধদেব গুহর শারীরিক অবস্থা স্থিতিশীল। রিপোর্ট পজিটিভ আসার পর প্রথমে একটি হোটেলে তিনি আইসোলেশনে ছিলেন। 

পরে শনিবার তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, বর্তমানে তার তেমন জটিলতা নেই।  গত এক বছর ধরে ভীষণ সতর্ক ছিলেন বুদ্ধদেব গুহ। তবু কোভিড থেকে রেহাই পেলেন না।

একইসঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন বুদ্ধদেব গুহর কন্যা এবং ড্রাইভার।

ভারতের এই সাহিত্যিক বাংলাদেশসহ উপমহাদেশে বেশ জনপ্রিয়। তার করোনা আক্রান্তের খবরে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন তার ভক্ত-পাঠকরা।