সারাদেশে শ্রদ্ধার সাথে বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী পালিত
প্রকাশ : 2023-08-08 17:13:02১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
নন্দীগ্রাম (বগুড়া)
বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৮ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু, সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, সাধারণ সম্পাদক এবং নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান, থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা প্রকৌশলী শা-রিদ শাহনেওয়াজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানু, মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন প্রমুখ। এরপর মহিলাদের মাঝে সেলাই মেশিন ও কৃতী ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
নাজমুল হুদা
শিবগঞ্জ (বগুড়া)
বগুড়া শিবগঞ্জে নানা আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যলয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা ও থানা প্রশাসন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠন। পরে সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জীবনীর উপর বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু সহকারি কমিশনার (ভূমি তাসনিমুজ্জামান , উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহেদুর রহমান এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা পঃপঃ কর্মকর্তা তারকা নাথ কুন্ড, মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভা শেষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে সাতজন নারীকে সেলাই মেশিন উপহার দেওয়া হয়।
রশিদুর রহমান রানা
ভাঙ্গা (ফরিদপুর)
ফরিদপুরের ভাঙ্গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সহধর্মিণ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ, শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু সম্পর্কে কুইচ প্রতিযোগিতা ও পুরাস্কার বিতরণ করা হয়। পরে তার (বঙ্গমাতার) কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন । এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন,উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান,উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মাসুদুর রহমান, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়ারুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ড, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা এবং সাংবাদিকবৃন্দ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, বঙ্গবন্ধু রাজনীতি করতে গিয়ে বেশীরভাগ কারাগারে কাটিয়েছেন। এ সময় তার সন্তানদের এই মহীয়সী নারী সদা আগলে রেখেছেন। তাদের মানুষ করার পিছনে সিংহভাগই তার অবদান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন এবং রাজনৈতিক কর্মকান্ডের উপর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের উৎসাহ এবং অবদান উল্লেখ করে তাকে মহীয়সী নারী হিসেবে অভিহিত করেন। তিনি আরও বলেন,তিনি পারিবারিকভাবে তিনি সন্তানদের যে আদর্শ শিক্ষা দিয়েছেন তার জ¦লন্ত প্রমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মাহমুদুর রহমান(তুরান)