সারাদেশে করোনায় পাঁচজনের মৃত্যু
প্রকাশ : 2022-09-21 11:08:02১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মহামারী করোনাভাইরাসে দেশে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। দেড় মাস আগে গত ২৭ জুলাই সবশেষ পাঁচজনের মৃত্যু হয়েছিল। এসময় আক্রান্ত হয়েছেন ৬০১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮৩ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানান হয়, ২৪ ঘণ্টায় চার হাজার ৮৩১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় চার হাজার ৮২৫টি নমুনা। আক্রান্ত হয় ৬০১ জন। মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ১৮ হাজার ৮২৯ জন। মারা গেছেন পাঁচজন। মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৪৫ জন। আর সুস্থ হয়েছেন ২৮৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬১ হাজার ২৬০ জন।
করোনায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের দু’জন এবং চট্টগাম, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।
বিশেষজ্ঞরা করোনা সংক্রমণ রোধ করতে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন। যেমন- মাস্ক পরিধাণ, নিয়মিত হাত ধোয়া, জণসমাবেশ এড়িয়ে চলা।