সাবেক যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভুঁইয়াও জামিনে মুক্ত
প্রকাশ : 2022-09-02 09:42:34১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভুঁইয়া জামিনে মুক্তি পেয়েছেন। গত ২৩ অগাস্ট জামিনে মুক্তি পেয়েছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট।
তার আট দিন পর যুবলীগের একই শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক খালেদও জামিনে মুক্তি পেলেন। তিন বছর আগে ক্যাসিনোবিরোধী অভিযানে তারা দুজনই গ্রেপ্তার হয়েছিলেন। এরপর যুবলীগ থেকে দুজনই বহিষ্কৃত হন। খালেদ কারাবন্দি অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন ছিলেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেল সুপার সুভাষ কুমার বৃহস্পতিবার ঘোষ, “খালেদ সবগুলো মামলাতে জামিন পেয়েছেন। আজ রাত ১০টার দিকে তিনি মুক্তি পান। তবে তিনি রাতটা মনে হয় হাসপাতালেই থাকছেন।”
কারাবন্দি কেউ হাসপাতালে চিকিৎসাধীন থাকলে তাদের পাহারা দেওয়ার দায়িত্ব কারা কর্তৃপক্ষের। ওই আসামি মুক্তি পেয়ে গেলে কারা কর্তৃপক্ষ তাদের পাহারা তুলে নেয়। তবে রাতে মুক্তি পাওয়ার পর বিএসএমএমইউর কেবিনেই ছিলেন খালেদ।
২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর র্যাবের প্রথম অভিযান হয় ফকিরাপুলের ইয়ংমেনস ক্লাবে; সেখান থেকে ক্যাসিনোর সরঞ্জাম, জুয়ার কয়েক লাখ টাকা এবং শতাধিক ব্যক্তিকে আটক করা হয়। ওই দিনই গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয় খালেদকে।
তখন তার বিরুদ্ধে মুদ্রা পাচারের দুটিসহ মোট সাতটি মামলা হয়। তিনি সবগুলো মামলাতেই জামিন পেয়েছেন। খালেদ গ্রেপ্তার হওয়ার তিন সপ্তাহ পর সম্রাট ৭ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রামে গ্রেপ্তার হন।