সাবেক মন্ত্রী অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী আর নেই
প্রকাশ : 2022-05-27 14:46:09১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
চারদলীয় জোট সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রী, বিএনপির পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী মারা গেছেন। শুক্রবার (২৭ মে) দুপুর ১টা ৩০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী এর আগে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে মারা যান তিনি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতাল মরদেহ দেখতে যাচ্ছেন বলেও জানান শায়রুল কবির খান।