সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের স্ত্রীর প্রয়াণ
প্রকাশ : 2023-05-02 16:53:29১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
সাবেক ভারপ্রাপ্ত, রাষ্ট্রপতি সাবেক শিক্ষামন্ত্রী ও সাবেক জাতীয় সংসদ স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের সহধর্মিণী নুর আকতার সরকার মারা গেছেন।
মঙ্গলবার (২ মে) রাজধানীর ধানমন্ডি ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, আজ বাদ মাগরিব ধানমন্ডি তাকওয়া মসজিদে মরহুমার জানাজা শেষে দিনাজপুর নিয়ে যাওয়া হবে। সেখানে আগামীকাল দিনাজপুর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে নুর আকতার সরকারের মৃত্যুর খবর পেয়ে তার বাসায় যান বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।