সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলার ইয়ারজান পেলেন ঘর
প্রকাশ : 2024-06-13 11:26:29১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
সাফ অনুর্ধ্ব ১৬ চ্যাম্পিয়নশিপে জয়ের নায়ক পঞ্চগড়ের নারী ফুটবলারইয়ারজানকে সেমি পাকা ঘর উপহার দিয়েছে জেলা প্রশাসন। সাথে ওয়াশরুম কাম টয়লেট ও সুপিয় পানির ব্যবস্থাও করা হয়েছে তার বাড়িতে। সব মিলিয়ে প্রায় সাড়ে ৯ লাখ টাকায় মানসম্মতভাবে তার থাকার ব্যবস্থা করা হয়েছে। বুধবার দুপুরে ইয়ারজানের বাবা-মায়ের হাতে ‘ইয়ারজান নীড়’ এর চাবি হস্তান্তর করেছেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। এ সময় বিশেষ মোনাজাত শেষে স্থানীয়দের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
ঈদের আগেই এমন উপহার পেয়ে উচ্ছসিত ইয়ারজান ও তার পরিবার। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মিনহাজুর রহমান, হাড়িভাসা ইউনিয়নের চেয়ারম্যান সাইয়েদ নুর ই আলম, স্থানীয় আওয়ামী নেতা ওসমান গণিসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, ইয়ারজানের মা রেনু বেগম কৃষি শ্রমিক হিসেবে দিনমজুরী করে সংসার চালাতেন। বাবা আব্দুর রাজ্জাক হাপানি রোগী হওয়ায় কোন কাজ কর্ম করতে পারেন না। মায়ের আয় দিয়েই কোন মতে খেয়ে না খেয়ে চলতো চারজনের সংসার। ঘরের অবস্থাও ছিলো জরাজীর্ন। বেড়াচাটির ভাঙাচোরা ঘরে বসবাস করতেন তারা।
সাফ জয়ের পর বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশ হলে নজরে আসে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের। ইতিমধ্যে ইয়ারজানের পরিবারকে নানাভাবে সহযোগিতা করা হয় বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে। ঢাকা থেকে পঞ্চগড়ে আসার পরদিন ইয়ারজানকে শুভেচ্ছা জানাতে গিয়ে তার বাড়ি পরিদর্শন করে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। এ সময় তিনি ইয়ারজানের পরিবারের জন্য পাকা ল্যাট্রিনসহ দুই কক্ষের পাকা রুম করে দেওয়ার আশা¦স দেন। এরপর প্রশাসনের উদ্যোগে প্রায় ৪ লাখ টাকা ব্যয়ে দুই কক্ষ বিশিষ্ট একটি সেমি পাকা ঘর এবং প্রায় সাড়ে ৫ লাখ টাকা ব্যয়ে ওয়াশরুম, টয়লেট ও সুপিয় পানির ব্যবস্থা করা হয়েছে। ইয়ারজান বলেন, ঈদের আগে আমার জন্য এটি দারুন একটি উপহার। আমি খুব খুশি হয়েছি। আমার বাবা-মা একদিন পাকা ঘরে ঘুমাবে,আমি এমনটাই আশা করেছিলাম। আজকে জেলা প্রশাসক স্যারের জন্যআমার সেই আশা পুরণ হয়েছে। আমার জন্য সকলেই দোয়া করবেন।জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, আমরা চেয়েছি পঞ্চগড়ের কৃতিসন্তান ইয়ারজান ও তার পরিবার যেন সম্মানের সাথে বসবাস করতে পারে। এজন্য দুই কক্ষের সেমি পাকা ঘর, ওয়াশরুম, টয়লেটসহসুপিয় পানির ব্যবস্থা করা হয়েছে।
সান