সাফজয়ীদের এক কোটি টাকা পুরস্কার ও সংবর্ধনা দিলো বিওএ

প্রকাশ : 2024-12-08 12:02:44১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সাফজয়ীদের এক কোটি টাকা পুরস্কার ও সংবর্ধনা দিলো বিওএ

সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে গতকাল (শনিবার) রাতে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন। কক্সবাজারের এক হোটেলে চ্যাম্পিয়ন ফুটবলারদের আর্থিকভাবে এক কোটি টাকা পুরস্কারের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয়।

কাঠমান্ডু নারী সাফের বাংলাদেশ স্কোয়াডে থাকা ২৩ জন ফুটবলার প্রত্যেকে ৪ লাখ টাকা পেয়েছেন। কোচিং স্টাফ, ম্যানেজার ও কর্মকর্তা পেয়েছেন ৫০ হাজার টাকা করে।

সাফজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ-জামান, বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান উপস্থিত ছিলেন। বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল সহ বিওএ এবং বাফুফের উর্ধতন কর্মকর্তারাও ছিলেন। 

চ্যাম্পিয়নদের স্কোয়াডে থাকা ফুটবলারদের প্রত্যেকে ৪ লাখ টাকা করে পেলেও, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা ও সেরা গোলরক্ষক রুপ্না চাকমা পেয়েছেন অতিরিক্ত ১ লাখ ৭৫ হাজার টাকা।

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ও সেনাবাহিনী যৌথভাবে সাফ চ্যাম্পিয়ন দলকে এই ১ কোটি টাকা আর্থিক পুরস্কার প্রদান করে। কক্সবাজারে অনুষ্ঠান আয়োজন ও ফুটবলারদের যাতায়াতসহ সকল ব্যবস্থাপনা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে।

 

সা/ই