সাইকেল চালাতে গিয়ে উল্টে পড়লেন বাইডেন!

প্রকাশ : 2022-06-19 12:04:13১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সাইকেল চালাতে গিয়ে উল্টে পড়লেন বাইডেন!

বাইসাইকেল চালাতে গিয়ে উল্টে পড়ে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তবে তার কোনো চোট-আঘাত লাগেনি। ‘আমি ভালো আছি’ বলে আশ্বস্ত করেছেন তিনি নিজেই।

যুক্তরাষ্ট্রের ডেলাওয়ারে প্রদেশে নিজের সৈকত সংলগ্ন বাড়ির কাছে সকালে সাইকেল চালাচ্ছিলেন প্রেসিডেন্ট বাইডেন। সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি জিল বাইডেনও। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই সাইকেল চালানোর ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, পুরো পথ সাইকেল চালিয়ে এসে দাঁড়ানোর জন্য মাটিতে পা রাখতে গিয়েই পড়ে যান প্রেসিডেন্ট। অবশ্য পড়ার সঙ্গে সঙ্গে নিজেই উঠে সবাইকে আশ্বস্ত করে বলেন, ‘আমি ভালো আছি’। পরে অবশ্য বাইডেন বাকি দিনটি নিজের পরিবারের সঙ্গেই কাটিয়েছেন।

ছড়িয়ে পড়া ভিডিওতে হাজার-হাজার লাইক-মন্তব্য পড়তে দেখা গেছে। লাইকের এই ঢল দেখে কেউ কেউ প্রশ্ন করছেন, এ কেমন আচরণ! কেউ পড়ে গেলে বুঝি লাইক দিতে হয়! কেউ আবার সরস মন্তব্য করে বলেছেন, ‘এ নির্ঘাৎ পুতিনের অন্তর্ঘাত!