সাংবাদিক হামিদুজ্জামান রবি আর নেই

প্রকাশ : 2021-09-28 10:47:32১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সাংবাদিক হামিদুজ্জামান রবি আর নেই

জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক হামিদুজ্জামান রবি আর নেই। তিনি সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন।
 
সাংবাদিক হামিদুজ্জামান রবি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও সহকর্মী রেখে গেছেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
 
রবি’র পুত্র সাকিব প্রত্যয় জানান, ‘আমার বাবার অক্সিজেন লেভেল উদ্বেগজনকভাবে নিচে নেমে যাওয়ায় তাকে দ্রুত রাজধানীর শংকরে ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ হামিদুজ্জামান রবির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।