সাংবাদিক শাকিলের বাবার ইন্তেকাল  

প্রকাশ : 2024-02-08 17:27:34১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সাংবাদিক শাকিলের বাবার ইন্তেকাল  

দৈনিক সমকাল এর ভাঙ্গা উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম শাকিল এর বাবা মোঃ খোরশেদ আলম মোল্লা (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সকাল ০৭:৩০টার সময় ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান।

মোঃ খোরশেদ আলম মোল্লা স্থানীয় মিনিবাস মালিক সমিতির প্রবীণ সদস্য ছিলেন। ব্যক্তি জীবনে তিনি তাবলিগ জামাতের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।এছাড়াও তিনি মানিকগঞ্জ দরবার শরিফের ভাঙ্গা উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 বৃহস্পতিবার বাদ আসর ভাঙ্গা ঈদগাহ জামে মসজিদে মরহুমের জানাজা নামাজ শেষে ঈদগাহ মাদ্রাসা কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।সাইফুল ইসলাম শাকিলের বাবার মৃত্যুতে এলাকাবাসি ও সাংবাদিক সমাজ গভীর শোক প্রকাশ করেছেন।