সস্ত্রীক করোনা আক্রান্ত বিএনপির নেতা মাহবুবুর রহমান

প্রকাশ : 2021-06-22 20:43:37১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সস্ত্রীক করোনা আক্রান্ত বিএনপির নেতা মাহবুবুর রহমান

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক সেনাপ্রধান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান ও তার স্ত্রী আনারকলি ফরহাদ বানু নাগিনা আমিন।

আনারকলি ফরহাদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় বোন।

মির্জা ফখরুল মঙ্গলবার বলেন, “আমার বড় বোন ও দুলাভাই (মাহবুবুর রহমান) করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল তাদেরকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।” দেশবাসীসহ নেতাকর্মীদের কাছে তাদের জন্য দোয়া চেয়েছেন ফখরুল।

৮২ বছর বয়সী মাহবুবুর রহমান বিএনপির শাসনমালে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন। তিনি অষ্টম জাতীয় সংসদে দিনাজপুর-২ আসন থেকে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন।

দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে থাকা সাবেক এ সেনাপ্রধান ২০১৯ সালের ৬ নভেম্বর দল থেকে পদত্যাগ করার জন্য দলীয় চেয়ারপারসন বরাবরে পদত্যাগপত্র দেন। তবে বিএনপি সেই পদত্যাগপত্র গ্রহণ করেছে কি না তা আজও নিশ্চিত করেননি। ২০১৯ সালের পর স্থায়ী কমিটির কোনো বৈঠক কিংবা বিএনপির কোনো কর্মসূচিতেও তাকে আর দেখা যায়নি।