সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি ইব্রাহীম ও সম্পাদক পদে জাকারিয়া নির্বাচিত

প্রকাশ : 2025-01-24 18:17:53১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি ইব্রাহীম ও সম্পাদক পদে জাকারিয়া নির্বাচিত

জামালপুরের সরিষাবাড়ী প্রেসক্লাবে সভাপতি হিসেবে দৈনিক নয়াদিগন্তের সংবাদদাতা এসএম ইব্রাহীম হোসাইন লেবু এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক মানবকন্ঠ ও ডেইলি অবজারভারের প্রতিনিধি, কবি-প্রাবন্ধিক জাকারিয়া জাহাঙ্গীর নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাবের আহ্বায়ক শহিদুল ইসলাম নিরব এ ফলাফল ঘোষণা করেন। 

প্রেসক্লাব সূত্র জানায়, সভাপতি পদে দুইজন ও সম্পাদক পদে দুইজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। বুধবার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং বৃহষ্পতিবার আপত্তি ও নিষ্পত্তি শেষে চূড়ান্তভাবে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী থাকায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা হয়।নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক প্রেসক্লাবের সকল সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।