সরিষাবাড়ীতে রেল ক্রসিং এ ট্রেনের ধাক্কায় ট্রাক চুরমার, আহত-৩

প্রকাশ : 2025-01-08 18:20:13১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সরিষাবাড়ীতে রেল ক্রসিং এ ট্রেনের ধাক্কায় ট্রাক চুরমার, আহত-৩

জামালপুরের সরিষাবাড়ীতে গেট কিপার ঘুমের কারণে লেভেল ক্রসিংয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এতে তিনজন আহত হয়েছে এবং পাঁচ ঘণ্টা ট্রেনসহ সরিষাবাড়ী-ভূয়াপুর মহাসড়কে যানচলাচল বন্ধ ছিল। বুধবার ভোর পাঁচটায় পৌরসভার তালুকদার বাড়ি মোড় সংলগ্ন রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- রেল চালক মো. সামছুল হক(৫৫), ট্রাকের ড্রাইভার মজনু তালুকদার(৫০) ও ট্রাকের হেলপার মহর আলী (৪০)।

সরিষাবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, রেলক্রসিংয়ে ট্রেন ও ট্রাকের দুর্ঘটনার সংবাদ পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে আসি। এসে ফায়ার সার্ভিস টিম ও স্থানীয় লোকজনকে সাথে নিয়ে দ্বিখণ্ডিত ট্রাকের অংশবিশেষ রেললাইনের উপর থেকে সরিয়ে ফেলার চেষ্টা করি। প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর ট্রেন ও যানচলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

জামালপুর রেলওয়ে (পি ডাব্লিউ) আবু সাঈদ জানান, রেলক্রসিংয়ে দায়িত্বে থাকা গেট কিপারের অবহেলার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। গেট কিপারের রাত ১০টা হতে সকাল ৬টা পর্যন্ত ডিউটি করার কথা ছিল।