সরল জীবন
প্রকাশ : 2022-02-10 12:16:35১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মোঃ তাইফুর রহমান
--------------------------
সহজ সরল চলাফেরা
লাগে আমার ভালো
হাসি খুশি থাকি সদা
মনে সুখের আলো।
কথা বলার চেষ্টা করি
মুখে রেখে হাসি
খুব সাধারণ চলতে আমি
অনেক ভালোবাসি।
সরল জীবন অনেক ভালো
দুঃখ নাহি থাকে
সঠিক পথে সাজাতে চাই
আমার জীবনটাকে।
সহজভাবে চলতে শিখি
এই দুনিয়ার মাঝে
সফলতা পাওয়া যাবে
থাকলে ভালো কাজে।
তাইতো বলি অসৎ পথে
চাইনা থাকি আমি
সহজ সরল একটি জীবন
আমার কাছে দামি।