সময়-সুযোগ বুঝেই বাইডেনকে উপযুক্ত জবাব দেওয়া হবে : তুরস্ক

প্রকাশ : 2021-04-28 09:38:30১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সময়-সুযোগ বুঝেই বাইডেনকে উপযুক্ত জবাব দেওয়া হবে : তুরস্ক

প্রথম বিশ্বযুদ্ধের সময় অটোমান তুর্কিদের হাতে আর্মেনীয় জনগোষ্ঠীর নির্বিচারে প্রাণ হারানোর ঘটনাকে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ‘গণহত্যার’ স্বীকৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ১৯১৫ সালে তুরস্কের সেনারা গণহত্যা চালিয়েছে বলে যে বক্তব্য দেওয়া হয়েছে তা প্রত্যাখ্যান করেছেন তুর্কি সরকার। আঙ্কারা স্পষ্ট করে বলেছে, এ ঘটনার তারা উপযুক্ত জবাব দেবে। সময়-সুযোগ বুঝেই তা দেওয়া হবে। ইন্ডিয়া টুডে।

এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে সাম্প্রতিক ফোনালাপে আর্মেনীয় গণহত্যার প্রসঙ্গটি সামনে আনেন জো বাইডেন। এরপর গত শনিবার জো বাইডেন বলেন, ‘মেডস ইয়েগহার্নে নিহতদের প্রতি আমরা সম্মান জানাই। সেখানে যে বীভত্স ঘটনা ঘটেছে তা কখনো ইতিহাস থেকে মুছে যাবে না।’ বাইডেনের এই বক্তব্যকে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া ভাষায় প্রত্যাখ্যান করেছে। তারা বলছে, ‘বাইডেনের বক্তব্যের কোনো পাণ্ডিত্যপূর্ণ ও আইনগত ভিত্তি নেই; এটি কোনো তথ্যপ্রমাণ দ্বারাও সমর্থিত নয়।