সমৃদ্ধ-সম্প্রীতির মাধ্যমে  বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হবে- এমপি বাঁধন

প্রকাশ : 2024-02-16 18:56:40১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সমৃদ্ধ-সম্প্রীতির মাধ্যমে  বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হবে- এমপি বাঁধন

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) এলাকার সংসদ সদস্য খান মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন বলেছেন,জাতি ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে সমৃদ্ধ-সম্প্রীতির মাধ্যমে  বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হবে। উন্নত বাংলাদেশ গঠনে সততা মাধ্যমে উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। অর্ধশতাব্দী পর হলেও আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার মানুষ স্বাধীনতার স্বপক্ষকে সমর্থন ও আস্থা করে বিপুল ভোটে আমাকে বিজয়ী করেছেন। আমি সেই আস্থার প্রতি সম্মান রেখে সকলের দোরগোড়ায় গিয়ে উন্নয়ন করতে চাই। তিনি গত বৃহস্পতিবার (১৫ ফ্রেব্রুয়ারী) রাত ৯ টায় আদমদীঘি উপজেলা সদরের তালসন কুন্ডুপাড়া বিদ্যার্থী সংঘের সর¯^তী পুজা উপলক্ষে আয়োজিত সংবর্ধনা,সাংস্কৃতিক ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথা গুলো বলেন। তালসন কুন্ডুপাড়া বিদ্যার্থী সংঘের সভাপতি দিব্যেন্দু কুন্ডু দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা,সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান,উপজেলা আ’লীগের সহ-সভাপতি নাজিমুল হুদা খন্দকার, বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু,উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম,ইউনিয়ন আ’লীগ সম্পাদক রফিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মিহির কুমার সরকার,স্থানীয় ইউপি মেম্বার এনামুল হক শাহ,ওর্য়াড আ’লীগের সভাপতি দুলাল মন্ডল,সম্পাদক আনন্দ কুন্ডু,ছাত্রলীগ নেতা শাকিবুল হাসান সাকিব,আরিফিন খান তনু,বিদ্যার্থী সংঘের সাধারন সম্পাদক উজ্জল সরকার, কোষাধ্যক্ষ জগাই কুন্ডু প্রমুখ।