সমৃদ্ধ সমাজ গড়তে মাদক-সন্ত্রাস নির্মূল করতে হবে: পুলিশ সুপার
প্রকাশ : 2022-11-30 18:40:14১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়া পুলিশ সুপার (বিপিএম) সুদীপ কুমার চক্রবর্তী বলেছেন, সমৃদ্ধ সমাজ গড়তে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ নির্মূল করতে হবে। সমাজের সকলকে শিক্ষিত করতে পারলে দেশে কোন মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, নারীনির্যাতন, ইভটিজিং, চাঁদাবাজ থাকবে না। জনতাই পুলিশ, পুলিশি জনতা। পুলিশের পাশাপাশি সমাজের সচেতন নাগরিককে এগিয়ে এসে দেশ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন সহ সকল অপরাধ নির্মূল করতে হবে। তিনি বুধবার সকাল সাড়ে ১১টায় আদমদীঘি থানার সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির আয়োজনে সান্তাহার মহিলা কলেজ মাঠে বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আদমদীঘি থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম রেজার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার আদমদীঘির সার্কেল নাজরান রউফ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনর্চাজ আব্দুর কাদের জিলানী, জেলা আ'লীগ নেতা আশরাফুল ইসলাম মুন্টু, সান্তাহার পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন, অধ্য¶ সাইফুল ইসলাম জোয়ারদার, অধ্য¶ শাহানাজ পারভীন, প্রথম আলোর সাংবাদিক খায়রুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, পুজা উদযাপন পরিষদের সম্পাদক মিহির কুমার সরকার, বীর মুক্তিযোদ্ধা আজমল হোসেন, মুফতি ফিরোজ হোসেন প্রমুখ।