সংবিধানকে কেটে ছিঁড়ে আওয়ামী সংবিধান বানাচ্ছে সরকার: ফখরুল
প্রকাশ : 2022-05-20 16:23:48১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বাংলাদেশের সংবিধানকে কেটে ছিঁড়ে আওয়ামী সংবিধানে পরিণত করেছে এ সরকার।
শুক্রবার (২০ মে) ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভায় তিনি এই অভিযোগ করেন। এসময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসী কায়দায় ক্ষমতায় বসেছে, আগামীতেও একই কায়দায় ক্ষমতায় বসার পরিকল্পনা করছে। দেশ আজ দিন দিন খারাপের দিকে যাচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সিদ্ধান্ত নেয়ার কোন ক্ষমতা নাই, তাই তাঁর কথায় পাত্তা না দেয়ার কথা ও জানান বিএনপি মহাসচিব।