সংগীতশিল্পী ফকির আকবর শাহ্ আর নেই
প্রকাশ : 2022-06-04 12:37:14১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৃতি সন্তান ফকির আকবর শাহ্ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার রাত পৌনে ২টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
শনিবার বিকাল ৩টায় কলমাকান্দা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। তার বাড়ি উপজেলা সদরের স্টেডিয়াম রোড এলাকায়। তার বাবা হাজি ফকির আমির শাহ্।
জানা গেছে, ফকির আকবর শাহ বাংলাদেশ বেতারের একজন তালিকাভুক্ত শিল্পী ছিলেন। তার গান আশির দশক থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রে ও সিলেট বেতার কেন্দ্রে নিয়মিত প্রচারিত হয়ে আসছে। নব্বই দশকে সাউন্ডটেক নামে একটি ক্যাসেট কোম্পানি ইসলামিক গজল নামে একটি ক্যাসেট বের করেন।
সংগীত শিল্পী ফকির আকবর শাহ তিনি ছিলেন একজন সুরকার ও গীতিকারও। একাধারে তিনি অসংখ্য গান গেয়েছেন। সবচেয়ে বেশি গান তার পল্লীগীতি ও ইসলামী। তার জন্ম ১৯৫৬ সালে নোয়াখালী জেলায়। মৃত্যুকালে তিনি চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।