শ্রীলঙ্কায় জরুরি অবস্থা প্রত্যাহার
প্রকাশ : 2022-04-06 10:18:54১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কয়েক ডজন এমপি ক্ষমতাসীন জোট থেকে বেরিয়ে যাওয়ার পরে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে জরুরি অবস্থা প্রত্যাহার করেছেন। মঙ্গলবার গভীর রাতে এক বিবৃততে জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। খবর আলজাজিরার।
বিবৃততে প্রেসিডেন্ট জানান, গত শুক্রবার জারি হওয়া জরুরি অবস্থার নির্দেশ প্রত্যাহার করেছেন।
সংকটে জর্জরিত দেশটির নতুন নিয়োগকৃত অর্থমন্ত্রীও মঙ্গলবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। নতুন নিয়োগকৃত অর্থমন্ত্রী আলী সাবরি দায়িত্ব নেওয়ার ২৪ ঘণ্টা যেতে না যেতে মঙ্গলবার পদত্যাগ করেছেন।
এদিকে, শ্রীলঙ্কায় নজিরবিহীন তীব্র অর্থনৈতিক সংকটের মাঝে দেশটির বিরোধী দলীয় নেতা সাজিথ প্রেমাদাসা নির্বাহী রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা বাতিল করার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার দেশটির সংসদে দেওয়া বক্তৃতায় একটি নতুন নির্বাচনী ব্যবস্থা প্রবর্তনের প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, গত ২০ বছর ধরে দেশের প্রত্যেক নেতা নির্বাহী রাষ্ট্রপতি ব্যবস্থা বাতিলের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু কেউই সেটি করেননি।