শ্রীনগর মুক্ত দিবস পালিত
প্রকাশ : 2023-11-19 15:10:57১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
১৭ নভেম্বর ১৯৭১ বুধবার শ্রীনগর উপজেলা পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল। সে দিনের স্মরণে শুক্রবার ( ১৭ নভেম্বর) সকালে শ্রীনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন খানের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ছাড়াও স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ যোগদান করেন।
আলোচনায় অংশ গ্রহন করেন বীর মুক্তিযোদ্ধা ও ১৯৭১ সালে শ্রীনগর থানা ছাত্রলীগ সভাপতি মো. জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা ও ১৯৭১ সালে শ্রীনগর থানা ছাত্র ইউনিয়নের সভাপতি দিলওয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রাক্তন সদস্য ইকবাল হোসেন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের প্রাক্তন যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. হারুন উর রশীদ, বীর মুক্তিযোদ্ধা আহসান হাবীব, মুন্সীগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতা মো. আমজাদ হোসেন ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর শ্রীনগর উপজেলার সাধারণ সম্পাদক রায়হান মামুন মিঠুন।
বীর মুক্তিযোদ্ধা মো.জয়নাল আবেদীন শ্রীনগর উপজেলার বর্তমান প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার স্বার্থে উপজেলা ভিত্তিক ১৯৭১ সালের পহেলা মার্চ থেকে অসহযোগ আন্দোলনে তৎকালীন ছাত্র ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের সংগ্রামী ভূমিকা তুলে ধরার গুরুত্ব ব্যখ্যা করে বলেন, স্বাধীন বাংলার পতাকা ১৩ মার্চ শ্রীনগর খেলার মাঠে উত্তলন, ২৯ মার্চ থানার রাইফেল নিয়ে প্রতিরোধ গড়ে তোলা ও ১৭ মার্চ মুক্তিযোদ্ধা ও জনতা সম্মিলিত ভাবে পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করে শ্রীনগর মুক্ত করার কথা জানাতে এধরনের দিবস গুরুত্বের সাথে পালন করতে হবে।
বৃস্টি ও ঝড়ো হাওয়ার কারণে পূর্ব নির্ধারিত আনন্দ শোভাযাত্রা বাতিল করা হয়।
কা/আ